দিনাজপুরে নাশকতার মামলায় ১৫ জামায়াত-শিবির নেতাকর্মী জেল হাজতে

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর জেলা প্রতিনিধি ॥
দিনাজপুরে নাশকতার মামলায় ১৫ জামায়াত-শিবির নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন বিচারক।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোঃ আয়েজউদ্দীন এই মামলায় পালিয়ে থাকা ১৫ জামায়াত-শিবির নেতাকর্মী আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিকেলে ১৫ জামায়াত-শিবির নেতাকর্মী মোমিনুল ইসলাম (৩৫), হারেজ আলী (৪০), আব্দুস সোবহান (৪৮), লোকমান হোসেন (৪২), শামসুল ইসলাম (৩৮), খয়ের আলী (৩৫), সাহেব আলী (৪০), জিয়াউল হক (২৫), ফারুক হোসেন (২৭), নবাব আলী (৪০), জাফর আলী (৪৫), সৈকত হোসেন (২৪), মোনারুল হক (৩০), মোহন কবির (২৭) ও জুলহাস হাবিব (২৫)কে পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারী দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাকে নাশকতার লক্ষ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা অগ্নিসংযোগ করলে ট্রাকের ধান পুড়ে ভুষ্মিভুত হয়। এই ঘটনায় ট্রাক চালক দুলাল চন্দ্র রায় বাদী হয়ে খানসামা থানায় সন্ত্রাস প্রতিরোধ দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতাউর রহমান মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে ৩৭ জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র পেশ করে। মামলার পালিয়ে থাকা ১৫ আসামী দীর্ঘদিন পর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

পুরোনো সংবাদ

দিনাজপুর 5731089373964311998

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item