মেধার কোন বিকল্প নেই------ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

মামুনুর রশিদ মেরাজুল ঃ

জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬, পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী তার নিজের শিক্ষা জীবনের সফলতার কথা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধার কোন বিকল্প নেই। এ সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। মেধার চর্চা তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠা পেতে সহায়তা করবে। সরকার তোমাদের পাশে রয়েছে। দারিদ্রতার কারণে এখনো অনেক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বর্তমানে ৪০ ভাগ থেকে ২২ ভাগে দারিদ্র বিমোচন হয়েছে। তবে শিক্ষার সহায়ক কর্মসুচীর মাধ্যমেও শিক্ষার্থীদেরকে সাহায্য করা হচ্ছে।শনিবার বেলা ১২ টায় উপজেলার খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বঙ্গমাতা পরিষদ, রংপুরের সহযোগিতা ও খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে ১ দিনের সফরে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, সরকার জনগণের পাশে থেকে দৈনন্দিন প্রয়োজনে সাড়া দিচ্ছে। ১০ বছর আগেও দেশের যে অবস্থা ছিল। এখন তার থেকে সরকার অনেক উন্নয়ন করেছে। তিনি আরও বলেন, সড়কপথে আসার সময় আমি একটি ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে সেবার মান দেখে অভিভুত হয়েছি। সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ঈর্ষনীয় সফলতা অর্জন করেছে। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসুচীতে সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধি করেছি। ওই সভায় কলেজটির গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, জেলা আ’লীগের সহসভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, সাধারন সম্পাদক ও মেয়র তাজিমুল ইসলাম শামীম, অধ্যক্ষ মোমিনুল ইসলাম শামীম, উপজেলা জাপার সম্পাদক নুর আলম যাদু প্রমুখ। অনুষ্ঠানে রংপুরের ডিডিএলজি সুলতানা পারভীন, পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। পরে ২০১৭ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার ৩’শ ৩০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ক্রেষ্ট ও ডিকশনারী প্রদান করা হয়। এরপর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান স্থল থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্মিত পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার, পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে নির্মিত ব্রীজ/কালভার্ট, বড়আলমপুর ও কাবিলপুর ইউনিয়ন পরিষদ ভবন, মাদারগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন। অপরদিকে সাহাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রাজারামপুর জুনিয়র স্কুলের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ অনুষ্ঠানে ইউএনও কমল কুমার ঘোষ সভাপতিত্ব করেন। তিনি গতকাল সকাল সাড়ে ৮টায় বিমানযোগে সৈদয়পুর বিমান বন্দরে অবতরনের পর সড়কপথে পীরগঞ্জে আসেন এবং পরে বিকেল ৬টার দিকে তিনি সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকায় রওয়ানা দেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8230744263358284888

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item