রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে ৪ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন রসিক মেয়র

এস.কে.মামুন

রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ডে  জাইকার  অর্থায়নে প্রায় ৭ কোটি ১ লাখ টাকা ব্যয়ে  মতির বাড়ী হতে সুইচ গেট হয়ে চওয়া পাড়া পেট্রোল পাম্প পর্যন্ত ভায়া সিও বাজার ও সাবেক কমিশনার নূরল হকের বাড়ি হতে কেল্লাবন্দ মাদ্রাসা হয়ে বিসিক রোড পর্যন্ত  সাড়ে ৪ কিলোমিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহমেদ ঝন্টু (প্রতিমন্ত্রী )।
এ উপলক্ষে সোমবার  চওয়াপাড়া ঈদ গাঁ মাঠে  এক উদ্বোধনী অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন এর সভাপতিত্ব্ েউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু, (প্রতিমন্ত্রী)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল , স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক আব্দুল কুদ্দুস, প্রমুখ  অনুষ্ঠানে  অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রংপুর মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু,বিশিষ্ট ঠিকাদার অরুপ কান্তি দত্ত প্রমুখ।
 প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আপনাদের দেয়া পবিত্র  আমানত আমার দ্বারা কখনও  খেয়ানত হয় নাই। তার প্রমাণ রংপুরের উন্নয়ন। ভবিষৎতে আপনাদের আমানত আমার কাছে জমা করলে কখন খেয়ানত হবে না। 

পুরোনো সংবাদ

রংপুর 5645618761094091618

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item