পীরগঞ্জে ফলজ বৃক্ষের চারা বিতরন

মামুনুর রশিদ মেরাজুল নিজস্ব প্রতিনিধি ঃ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি সেলিমা খাতুন প্রধান অতিথি থেকে সবুজ বনায়ন ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরনে পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফলজ বৃক্ষেরচারা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেছেন। সোমবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গ্রীণ ভিশন গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ওই কর্মসূচীর উদ্বোধন করেন তিনি। রংপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শাফিয়া খানম এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন‘ বঙ্গবন্ধু কল্যান ট্রাষ্টের সাবেক সদস্য সচিব ও অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা সিদ্দিক হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগের সহ-সভাপতি মোনায়েম সরকার মানু, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, সাবেক সাধারন সম্পাদক মোকারম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, পাটগ্রাম আদিবাসী ভূমিহীন কল্যান সমিতির সম্পাদক রুজিনা সরেন, উপকারভোগী সদস্য হায়দার আলী প্রমূখ। শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরনের মাধ্যমে ফলজ বৃক্ষের চারা বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন। গ্রীণ ভিশন কর্তৃপক্ষ জানান‘ সবুজ বনায়ন ও পারিবারিক পুষ্টি চাহিদা পূরনে প্রতিবছরের ন্যায় এবারো মাল্টা, থাইপেয়ারা, বারির উদ্ভাবিত উন্নতজাতের বারি-৩ ও বারি-৪ জাতের চারাসহ ২ সহশ্রাধিক ফলজ চারা বিতরন করা হয়। আগামীতে উপজেলার সবকটি ইউনিয়নে এ চারা বিতরন করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 3403682367324951099

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item