পঞ্চগড়ে রাস্তা রোধ করে ছিনতাইয়ের অভিযোগ

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তা রোধ করে টমেটো ব্যবসায়ী মোঃ আলআমিনের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন উক্ত ব্যবসায়ী। এ বিষয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ০৭/০৫/২০১৭ইং তারিখ দুপুর ১২:৪৫ মিনিটে বড়–য়াপাড়া গ্রামের প্রাইমারি স্কুলের সামনে মোঃ মামুন (২৩), মোঃ দিলীপ (২৫), মোঃ রায়হান (২৫), মোঃ জসীম (৩১), রাস্তা রোধ করে টমেটো ব্যবসায়ী মোঃ আলআমিন কে দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আল আমিনের কাছে থাকা ৫০ হাজার) টাকা চাইলে আলআমিন সেই টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে রাস্তায় ফেলে বেধরক মারপিট করে। আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আল আমিন কে জানে মেরে ফেলার চেষ্টা করে। আল আমিনের চিৎকার শুনে এলাকার মানুষ আসতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সন্ত্রাসীরা মোঃ আলআমিন কে মোবাইল ফোনে হুমকী দিয়ে বলে সুযোগ পেলে তোকে জানে মেরে ফেলব। মোঃ মামুন ও তার সহযোগীরা এইধরনের ঘটনা আগে আরও অনেকবার ঘটিয়েছে। দলবদ্ধ হয়ে এসব সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকান্ড করেই চলছে। তাছাড়া এ বিষয়ে প্রত্যক্ষদর্শি অনেকেই এই ঘটনার সত্যতার কথা স্বীকার করে বলেন আমরা ঘটনা স্থল থেকে আল আমিনকে উদ্ধার করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্ত ভূগীরা এই সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রশাসনের কাছে। এ বিষয়ে কোন পদক্ষেপ না নিলে ঐ এলাকায় দিন দিন অপরাধ বাড়তেই থাকবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7713687479908558011

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item