পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা পরিদর্শক মুক্তিযোদ্ধা কোটায় ভুয়া পোষ্য সনদে চাকুরি

মোঃ সাইদুজ্জামান (রেজা), পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের জন্য গত ১০/০৪/২০১৩ইং তারিখে জেপপ/নিয়োগ ২০১৩/১৫৯ স্মারক মোতাবেক বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই প্রেক্ষিতে নিয়োগের জন্য নিয়োগ বোর্ড কর্তৃক মুনকিরুল ইসলাম বাবুকে পরীক্ষার রোল নং-২০১০০০১ কার্ড প্রদান করে নিয়োগ কমিটি মুক্তিযোদ্ধা কোটা অনুসরণ করে। সে প্রেক্ষিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক অমরখানা ইউনিয়নের মুনকিরুল ইসলাম বাবুকে তার নানা মুক্তিযোদ্ধা সে প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কোটায় পরিবার পরিকল্পনা পরির্দশক পদের জন্য নির্বাচিত করেন গত ০৯/১২/২০১৩ইং সনের স্মারক পপ/ রা-বি/নিয়োগ/জ-১৬/২০১৩/৭২৯ সে প্রেক্ষিতে গত ১৫/১২/২০১৩ তারিখে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পেয়ে চাকুরিতে যোগদান করেন মুনকিরুল ইসলাম বাবু, পিতা-অলিয়ার রহমান, মাতা-মজিরন নেছা, গ্রাম-মেহেনাভিটা, ডাকঘর-ভিতরগড়, উপজেলা ও জেলা-পঞ্চগড় তার শিক্ষাগত এইচ.এস.সি পরীক্ষা পাস, ২০১৩ সনের নিয়োগ বাছাই কমিটি সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন সাবেক উপ-পরিচালক ডাঃ মোঃ মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার, পঞ্চগড়। জানা যায়, মুনকিরুল ইসলাম বাবু, পিতা- অলিয়ার রহমান, মাতা- মজিরন নেছা, গ্রাম- মেহেনাভিটা, ডাকঘর-ভিতরগড় প্রতারণার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভূয়া পোষ্য সনদ দেখিয়ে চাকুরি নেয়। প্রকৃতপক্ষে, তার নানা মৃত: মহিরউদ্দীন ওরফে বারিঘুরা মুক্তিযোদ্ধা ছিলেন না, বলে স্থানীয় গ্রামবাসী ইউনিয়ন, উপজেলাবাসীসহ মুক্তিযোদ্ধাগণ জানান। মুনকিরুল ইসলাম বাবুর নানার বাড়ি অমরখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পেসকার পাড়া গ্রামে। অমরখানা ইউনিয়নে সাবেক ইউপি. চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অলিয়ার রহমান জানান বিষয়টা আমি জানি, আমি এর প্রতিবাদ করেছিলাম কিন্তু আমার কথা কেউ শুনেন নাই। মুনকিরুল ইসলাম বাবুর নানার (মৃত: মহিরউদ্দীন ওরফে বারিঘুরা) খালাতো ভাই মসিবউদ্দীন জানান আমার বড় ভাই মৃত: মহিরউদ্দীন ওরফে বারিঘুরা মুক্তিযোদ্ধা ছিলেন না। এ বিষয়ে অমরখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি. সদস্য মোঃ ফজলুর সাথে কথা বললে তিনি জানান মৃত: মহিরউদ্দীন ওরফে বারিঘুরা মুক্তিযোদ্ধা ছিলেন না। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সাথে কথা বললে তিনি মুক্তিযোদ্ধার ভূয়া পোষ্য সনদে চাকুরির বিষয়টি স্বীকার করেন। বিষয়টি নিয়ে মুনকিরুল ইসলাম বাবুর সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি কোন মন্তব্য করেন নাই।  মুনকিরুল ইসলাম বাবু বিরুদ্ধে পরিবার পরিকল্পনা পরিদর্শক নিয়োগ সংক্রান্ত তদন্তপূর্বক স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা পরিচালকের হস্তক্ষেপ কামনা করে বিচার দাবী করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারবর্গ। বিষয়টি নিয়ে উপ-পরিচালক পরিবার পরিকল্পনা অফিসার পঞ্চগড় কোন মন্তব্য করেন নাই।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7280454624139906676

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item