পঞ্চগড়ে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

 সাইদুজ্জামান রেজা পঞ্চগড়:
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৈশবকাল থেকে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা, ভবিষ্যৎ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করণ এবং ব্যাংকিং কার্যক্রম জোরদার করতে পঞ্চগড়ে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী কালেক্টরেট স্কুল থেকে বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।পরে ন্যাশনাল ব্যাংক রাজশাহী অঞ্চলের প্রধান আলী হায়দার মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল। অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের ডিজিএম আানোয়ারুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শঙ্কর কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ, পঞ্চগড় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপক প্রদীপ কুমার সরকার ও স্থানীয় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাসহ স্কুল ব্যাংকিয়ে সংযুক্ত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।বক্তারা জানান, ২০১০ সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সারা দেশে প্রায় ১২ লক্ষ ৯৯ হাজার শিক্ষর্থীর হিসাব খোলা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলে টেকসই ভবিষ্যৎ ও অর্থনৈতিকভাবে সাবলম্বী করে গড়ে তুলতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রমকে জোরদার করতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক সাবিনা ইয়াসমিন।বাংলাদেশ ব্যাংক ও লীড ব্যাংক হিসেবে পঞ্চগড় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4890153037193976438

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item