পঞ্চগড়ে শিশু কন্যা সহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা।

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়:পঞ্চগড়ে দুই বছরের প্রতিবন্ধী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে শ্যামলী বসাক (২১) নামের এক নারী।শনিবার দুপুরে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বকুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে পারবর্তীপুর থেকে পঞ্চগড়গামী একটি লোকাল ট্রেন আসার সময় বকুলতলা এলাকায় শ্যামলী প্রথমে তার দুই বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশুকন্যা মনি বসাককে ট্রেনের নিচে ফেলে দিয়ে সেখান থেকে ৩০/৪০ গজ সামনে গিয়ে নিজেও ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করছেন স্থানীয়রা। পরে তারা মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।নিহত শ্যামলী বসাক জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া এলাকার অরুন বসাকের মেয়ে।
মরদেহের পাশে পড়ে থাকা ব্যাগে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মোবাইল ফোনের মাধ্যমে শ্যামলী বসাকের পরিচয় নিশ্চিত হন স্থানীয়রা।নিহত শ্যামলী বসাকের বাবা অরুন বসাক বলেন, তিন বছর আগে পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁওয়ের রুহিয়া রাজাগাও এলাকার প্রদিপ সেনের সঙ্গে শ্যামলী বসাকের বিয়ে হয়।বিয়ের কিছুদিন পরেই দাম্পত্য কলহের জের ধরে সে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে বাবার বাড়িতে। সেখানেই মনি বসাক নামে শারীরিক প্রতিবন্ধী কন্যা সন্তানের জন্ম হয়।পরবর্তীতে যৌতুক দাবি করায় সে স্বামীর নামে আদালতে একটি মামলাও দায়ের করেছে।এদিকে সাংসারিক অনটনের মধ্যে প্রতিবন্ধী শিশুর চিকিৎসা নিয়ে হাফিয়ে উঠেছিলেন শ্যামলী। শনিবার সকালে সে শিশুকন্যা মনিকে নিয়ে পঞ্চগড় প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্রে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে মানসিক অশান্তিতে সে তার মেয়েকে নিয়ে বকুলতলা এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে শ্যামলির পরিবার।এদিকে ওই লোকাল ট্রেনটি ঘটনার এক ঘন্টা পর আবার ফেরার পথে অমানবিকভাবে ওই লাশের উপর দিয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চালক ও গার্ডের শাস্তি দাবি করেন।পঞ্চগড় সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাবিউল হাসান সরকার ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাবিউল হাসান সরকার বলেন, ট্রেনে কাটা পড়ে ওই মা মেয়ের মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশের অধিনে পড়ে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 238412131696621065

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item