নীলফামারী নতুন জেলা প্রশাসক খালেদ রহিম

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩ মে॥
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব খালেদ রহিম নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। বর্তমান নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেনকে রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রানমশ প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত প্রক্সজাপণে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

সূত্র মতে, দেশের ২৪ জেলায় নতুন ডিসি (জেলা প্রশাসক) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হচ্ছে যশোর, খুলনা, চট্টগ্রাম, নীলফামারী, টাঙ্গাইল, নোয়াখালী, মানিকগঞ্জ, রাজশাহী, ফেনী, সুনামগঞ্জ, গাজীপুর, পটুয়াখালী, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, ঝিনাইদহ, মাদারীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লক্ষ্মীপুর, নড়াইল, মাগুড়া, বগুড়া ও ঝালকাঠি। এর মধ্যে ১৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে এবং ৬ জেলার ডিসির কর্মস্থল বদল করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা নিজ-নিজ জেলার জেলা ম্যাজিস্ট্রেট পদেও দায়িত্ব পালন করবেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7196389487754616429

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item