জলঢাকা হাট-বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় হাট বাজারগুলোতে নির্দিষ্ট সময়ে সরকারী কোষাগারে টাকা জমা না দিয়ে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারদের বিরুদ্ধে। আর অতিরিক্ত টোল আদায়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে প্রতিনিয়তই ইজারাদারের লোকজনের সাথে ঝগড়া-বিবাদ লেগেই চলছে। সম্প্রতি, উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী হাট-বাজারের ইজারাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন একাধিক জনপ্রতিনিধি। অভিযোগে জানা যায়, বাংলা ১৪২৪ সনের উপজেলার টেঙ্গনমারী টোল চার্জ বিহীন অতিরিক্ত টোল আদায় ও শর্তাবলী ভঙ্গের অভিযোগ উঠে। অভিযোগকারী খুটামারা ইউনিয়ন পরিষদ ০৩ নং ওয়ার্ড সদস্য আফজালুল হক আপন তার লিখিত অভিযোগে উল্লেখ করেন টেংগনমারী হাট-বাজার ২৩/০২/১৭ তারিখে ইজারা প্রদান করা হলেও দরপত্রের শর্তাবলী মোতাবেক মোট দাখিলকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করেন নাই। এদিকে বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে সরকারী বেধে দেয়া মূল্যের চেয়েও বেশি আদায় করা হচ্ছে। বিশেষ করে গরু-ছাগলের হাটগুলোতে চলছে নৈরাজ্য। যে যার মতো করে অতিরিক্ত টোল আদায় করছে ক্রেতা-বিক্রেতার কাছ থেকে। এমন চিত্র উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোর। অপর অভিযোগকারী ৭নং ইউপি সদস্য বেলাল হোসেন তার অভিযোগে উল্লেখ করেন দরপত্র মোতাবেক হাট-বাজার ইজারা দরপত্রের ৭নং কলামে স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে'ইজারাদার নিজ খরচে হাট ও বাজারে দৃশ্যমান একাধিক স্থানে টোল চার্ট প্রদর্শনের ব্যবস্থা করবেন।' কিন্তু ইজারাদার তা না করে জনসাধারনের নিকট নিজ খেয়াল-খুশি মতো টোল আদায় করিতেছেন। এ বিষয়ে টেঙ্গনমারী হাট-বাজার ইজারাদার আব্দুল মজিদ বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিচ্ছেন। অতিরিক্ত টোল আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গতবারের চেয়ে হাট ইজারা মূল্য বেশী হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাটবাজার ইজারা কমিটির সভাপতি মুহা: রাশেদুল হক প্রধান জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর দ্রুত প্রতিটি হাটে সরকারের নির্ধারিত মূল্য তালিকা টাঙ্গানো হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 3558017658616990968

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item