মানবতার কান্ডারী হিসেবে সরকারী অনুদান ছাড়াই দিনাজপুরে জনকল্যান প্রচেষ্টা কাজ করে যাচ্ছে

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
মানুষ মানুষের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর সদর থানার  ১ নং চেহেলগাজী ইউপি’র পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জনকল্যান প্রচেষ্টা সংগঠনটি অল্পদিনে অত্রাঞ্চলে মানবসেবায় ব্যাপক সাড়া জাগিয়েছে। সরকারী অনুদান ছাড়াই নিজস্ব প্রচেষ্টায় সংগঠনটি মানবতার কান্ডারী হিসেবে কাজ করছে। মানবসেবায় নিয়োজিত দেখে বিভিন্ন সমাজসেবক পর্যায়ের লোকজন সংগঠনকে আর্থিক অনুদান দিচ্ছে।  ফলে সংগঠনটি সুন্দর ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সুনামের সাথে তাদের স্বীয় দায়িত্ব পালন করে যাচ্ছে। গত ১৭ অক্টোবর ১৯৯২ ইং তারিখে জনকল্যাণ প্রচেষ্টা দিনাজ-৮০৯/৯২ নং রেজিষ্ট্রেশন সমাজসেবা থেকে পেয়েছে। গঠনতন্ত্র মোতাবেক সংগঠনটি পরিচালনা করা হচ্ছে। সংগঠনের নিয়ম অুনযায়ী প্রতি ২ বছর পর কার্যকরী কমিটি গঠন করা হয়। জনকল্যাণ প্রচেষ্টা তাদের সঞ্চয়ের নিজস্ব তহবিল থেকে দীর্ঘদিন ধরে মানব সেবায় আত্মনিয়োগ করে যাচ্ছে। জনকল্যাণ প্রচেষ্টা নামে এই সংগঠনটি ৫১ জন সদস্য নিয়ে গঠিত। অত্র ইউনিয়নের  সুবরা, সাদিপুর, কর্নাই, রানীগঞ্জ, রাজবাড়ী ও কাটাপাড়াসহ বিভিন্ন গ্রাম থেকে আগত যুবকরা এই সংগঠনের সাথে জড়িত রয়েছে। সংগঠনের প্রধান কাজ অসহায় ও দরিদ্রদের  কর্মসংস্থানসহ আর্থিক সহযোগীতায় পাশে দাড়ানো। সংগঠনটি  অসুস্থ্য ব্যাক্তির চিকিৎসা, অসহায় মৃত ব্যক্তির দোয়া পড়া, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগীতা, এতিম ও দরিদ্র ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ বহন, পাগলদের অন্ন-বস্ত্র ও চিকিৎসার সার্বিক ব্যবস্থা, মসজিদ ও মাদ্রাসায় দান ও প্রতিবন্ধীদের সার্বিক সহযোগিতা করে আসছে। সংগঠনের সভাপতি মোঃ হান্নান, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক মোঃ জুলহাস উদ্দীন, সহ-সাধারন সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম খোকন, কোষাধ্যক্ষ মোঃ মনসুর রহমানসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি রয়েছে। সংগঠনের নিজস্ব আয় মৎস্য, বনায়ন, নার্সারী, জনগনের দান, হাঁস-মুরগীর খামার ও কার্যকরী কমিটির বিশেষ দান। সংগঠনের এই তহবিল থেকে ছেলে-মেয়েকে লেখাপড়াসহ ভোরন-পোষন, পাগল ছেলে ও প্রতিবন্ধীকে পূণর্বাসনসহ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সংগঠনের প্রতিদিনের আয় থেকে এসব খাতে ব্যয় করা হচ্ছে। জনকল্যান প্রচেষ্টা সংগঠনটি মোস্তাফাবাদে প্রায় ৩০ বিঘা বিলে মৎস্য চাষসহ বনায়ন, বুড়িদীঘিতে প্রায় ১০ বিঘা জমিতে মৎস্য চাষ করা হয়। সুবরা গ্রামে ৬ বিঘা জমিতে মৎস্য চাষের পুকুরের আয় থেকে ওই এলাকার একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে।
জনকল্যাণ প্রচেষ্টা সংগঠনটির প্রতিদিনের আয়কৃত তহবিল থেকে গরীব, এতিম, প্রতিবন্ধীসহ  নানা ধরনের আর্থিক সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে বেকারদের কর্ম সংস্থানের জনকল্যাণ প্রচেষ্টার প্রায় ৫০/৬০ জন সদস্য পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করছে। জনকল্যান প্রচেষ্টা সংগঠনটি বেকারদের প্রশিক্ষনসহ কর্মসংস্থানের সার্বিক ব্যবস্থা গ্রহন করে থাকে। এক সাক্ষাৎকারে জনকল্যাণ প্রচেষ্টার সভাপতি মোঃ হান্নান ও সাধারন সম্পাদক মোঃ জুলহাজ উদ্দীন আমাদের প্রতিনিধিকে বলেন, মানুষ মানুষের জন্য তাই মানবতার কান্ডারী হিসেবে জনকল্যাণ প্রচেষ্টা সংগঠনটি সরকারী অনুদান ছাড়াই আন্তরিকতার সহিত মানব সেবায় এগিয়ে চলেছে। আমরা বেকারত্বের অভিশাপ থেকে তাদের মুক্ত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার মাধ্যমে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি করে গড়ে তুলা এই সংগঠনের লক্ষ্য।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1166701229831447486

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item