তেঁতুলিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত-বিনিময় সভা অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়ায় আইন-শৃঙ্খলা বিষয়ক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার বিকালে উপজেলা হলরুমে  মত-বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অমল কৃষ্ণ মন্ডল জেলা প্রশাসক পঞ্চগড়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানিউল ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো: রেজাউল করিম শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, কাজী মাহাবুবুর রহমান কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ তেঁতুলিয়া, জাসদ সভাপতি মো: জাহিদুল ইসলাম, ৩নং ইউপি চেয়ারম্যান কাজী আনিসুর রহমান, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সোহরাব আলী প্রমূখ। সভায় মাদক, বাল্যবিবাহ, ড্রেজার মেশিনে পাথর উত্তোলন, সন্ত্রাস নাশকতা, নারী ও শিশু নির্যাতন বিষয়ে জন উদ্বুদ্ধ করণসহ সকলকে সচেতন থাকার আহবান জানান। সভায় উপজেলার সকরারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের মাঝে ২ লাখ টাকার বৃত্তি প্রদান করেন। এছাড়াও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় উপজেলার ১৮ টি সমিতির ৫৪ জনকে ৮ লাখ ৯০ হাজার টাকার সুদ বিহীন ঋনের চেক প্রদান করেন।    

পুরোনো সংবাদ

পঞ্চগড় 5227650955792991043

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item