সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সংবাদ সম্মেলন

ইনজামাম-উল-হক নির্ণয়,   তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও  প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ৬ ও ৭ এপ্রিল  দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে  কলেজ অধ্যক্ষের অফিস কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে কলেজের অধ্যক্ষ  লে. কর্নেল মো. আব্দুল কাদের হোসেন, পিএসসি ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও  প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদর মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ অসিত কুমার সরকার, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. সোহেল রানা, ইংলিশ মিডিয়ামের সহকারী প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
  সংবাদ সম্মেলনে অধ্যক্ষ  লে. কর্নেল মো. আব্দুল কাদের হোসেন, পিএসসি জানান, আগামী ৬ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে  অনুষ্ঠানে রয়েছে  বর্ণাঢ্য র‌্যালী ও পুরস্কার বিতরণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সেনাবাহিনী ২২২ পদাতিক ব্রিগেড ও সৈয়দপুর সেনানিবাসের স্টেশন কমান্ডার এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবীর, এএফডব্লিউসি,পিএসসি। দ্বিতীয় পর্বে আয়োজনে রয়েছে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপিএবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬, পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং  রংপুর এরিয়া কমান্ডার  মেজর  জেনারেল মো. মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
এছাড়াও ৭ এপ্রিল প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে। ওই দিন  বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত ওই পূণর্মিলনী অনুষ্ঠান চলবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7481350842220769453

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item