জলঢাকায় রাজস্ব খাতের পেঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
পেঁয়াজ চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় মঙ্গলবার পেঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে কৈমারী ইউনিয়নের কান্ডেশ্বর খলান এলাকায় রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত পেঁয়াজ প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আদর্শ কৃষক আজগার আলীর সভাপতিত্বে জলঢাকা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মুহাম্মদ মাহফুজুল হক। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমজাদ হোসেন। প্রধান অতিথি কৃষক বান্ধব সরকারের এহেন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
উপজেলা কৃষি অফিসার পেঁয়াজের গুরুত্ব ও চাষাবাদের কলাকৌশল নিয়ে আলোচনা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তিসমূহ গ্রহন করাসহ পেঁয়াজ চাষাবাদ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ প্রদান করেন। মাঠ দিবসে কৈমারী ইউনিয়নের প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7535611821169060609

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item