ডোমার গোমনাতীতে দধি মঙ্গল পুজা ও প্রার্থনা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

ডোমার গোমনাতীতে দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায় দধি মঙ্গল পুজা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিণ গোমনাতী সন্নাসীতলা মন্দিরের ভক্তবৃন্দের আয়োজনে। ২য় তম ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শেষে বৃহস্পতিবার ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, শুভ অধিবাস, তুলসি আরতির মধ্যদিয়ে এপুজা সমাপ্তি ঘটে। পুরোহিত দেবেন্দ্র নাথ চক্রবর্তীর পরিচালনায় শতশত নারী ও পুরুষ এতে অংশ নেয়। এদের মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় কমিটির সভাপতি বাবু ফনিভূষ, ইউপি সদস্য ফারুক হোসেন দুলাল, সাবেক সদস্য অরুন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন রায়, গুরু চরণ, পরেশ চন্দ্র, নিতাই চন্দ্র, হরিশ চন্দ্র, র্দূলভ চন্দ্র রায়, মহেশ চন্দ্র রায়, সুধীর চন্দ্র রায় প্রমূখ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। কমিটির পক্ষে পলাশ রায় জানান, দির্ঘদিন যাবত এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা সহ নানা পূজা উৎসব করে আসছি। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তারা আশা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 8317941403875347771

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item