দিনাজপুর প্রেসক্লাব নির্বাচন,সভাপতি স্বরূপ কুমার বকসি বাচ্চু ,সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল নির্বাচিত

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর প্রেসক্লাবে গত ৭ এপ্রিল শুক্রবার ১৪২৪-২৫ শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ৩টা থেকে ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬২ জন ভোটারের মধ্যে ৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১০টি পদে ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করে। সভাপতি পদে স্বরূপ কুমার বকসি বাচ্চু ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্ত ঘোষ ২৭ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আহসানুল আলম সাথী ৪৩ ভোট ও আবু বক্কর সিদ্দিক ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংকন কর্মকার ২৯ ভোট ও ইদ্রিস আলী ১১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হুদা হেলাল ২৪ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে শামীম রেজা ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রতন সিং ২৭ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে রফিকুল ইসলাম ফুলাল ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাশেম ২৪ ভোট পেয়েছেন। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশী কুমার দাশ ঝণ্টু ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাহারুল আজাদ জুয়েল ২৭ ভোট পেয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে বেলাল উদ্দীন শিকদার ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির ২৯ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে জিন্নাত হোসেন ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিস হোসেন দুলাল ২৪ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম ২৯ ভোট পেয়েছেন। সদস্য পদে একরাম হোসেন তালকুদার ৪৪ ভোট, মুকুল চট্টপাধ্যায় ৪৩ ভোট, শাহ আলম শাহী ৪০ ভোট, মোফাসিরুল রাশেদ ৩৯ ভোট ও আসাদুল্লাহ সরকার ৩৬ ভোট পেয়েছে নির্বাচিত হয়েছেন। সদস্য পদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপুল সরকার সানি ৩৩ ভোট, ইফতেখার আহমেদ পান্না ৩০ ভোট ও আব্দুর রাজ্জাক ২৫ ভোট পেয়েছেন।
দিনাজপুর প্রেসক্লাব ১৪২৪-২৫ নির্বাচন অনুষ্ঠানে মোঃ মোসাদ্দেক হুসেন চেয়ারম্যান, মোঃ হামিদুল হক টিপু ও সুলতান কামাল উদ্দিন বাচ্চু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4763814431222385157

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item