সৈয়দপুরে উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান এ্যাড. ওবায়দুর রহমানের বড় ভাইয়ের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুত, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

 সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নীলফামারী জজ কোর্ট’র আইনজীবী এস. এম. ওবায়দুর রহমানের বড় ভাই সামসুল হক পমু বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার(৭ এপ্রিল)  রাতে শহরের বাঙ্গালীপুর নিজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে সন্তান,নাতি-নাতিনীসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল (শনিবার) বেলা ১১ টায় সৈয়দপুর শহরের দারুল উলুম রুহুল ইসলাম মাদ্রাসা মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সৈয়দপুর উপজেলা ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর জমিদারবাড়িতে বাদ জোহর দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত নামাজে জানাজায় সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকার ও  মো. শামীম চৌধুরী,
 সৈয়দপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, নীলফামারী বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. মো. শাহাজাহান আলী, এ্যাড. তুষার কান্তি রায়,এ্যাড. মো. সামসুদ্দিন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল আজিজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী,আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে অধ্যক্ষ হাবিবুবর রহমান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 1777085398045246499

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item