সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কলেজ মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানে আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর আলী চৌধুরী।
 এতে স্বাগত বক্তব্য দেন হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গণিত বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন কাজল, মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩৭টি ইভেন্টে কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন কলেজের শরীর চর্চা শিক্ষক মো. মাহ্বুব হাসান।
প্রতিযোগিতা শেষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. মনসুর আলী চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
গোটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন কলেজের প্রভাষক মো. বাবর আলী।
এর আগে সকালে  আনুষ্ঠানিকভাবে জাতীয় ও অলিম্পিক পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও শান্তির প্রতীক কবুতর (পায়রা) উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।   
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সুধীজন,সাংবাদিক,কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3224711564464506821

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item