সৈয়দপুর শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

শুক্রবার সৈয়দপুরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগী সংগঠন সততা সংঘের ব্যানারে সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয় শহরের প্রধান প্রধান সড়কে। এতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার দেড় সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রং বেরংয়ের ফিতা, বেলুন, দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানারসহ অংশ নেয়।
এর আগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ছাত্র-ছাত্রীদের দুর্নীতি বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম।
 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বনিত জেলা কার্যালয় দিনাজপুর এর সহকারী পরিচালক বীর কান্ত রায়, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র মো. জিয়াউল হক জিয়া, নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক, সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহ-সভাপতি অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ প্রমূখ। সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. হাছেদুল ইসলাম গোটা সমাবেশটি পরিচানলনা করেন। এ সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
 এ সময় দুদক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম, নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সকল সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।              

পুরোনো সংবাদ

নীলফামারী 5461257797273981665

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item