আগামী ১৬ এপ্রিল নির্বাচন পীরগঞ্জের ৩ টি ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষনা

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জের ৩ টি ইউনিয়নে আগামী ১৬ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার নির্বাচন কমিশন এ সংক্রান্ত তফসীল ঘোষনা করেছে। অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে ওই ৩ ইউনিয়নে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে বড়দরগাহ, কুমেদপুর ও বড় আলমপুর। এরমধ্যে বড়দরগাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোতাহারুল হক বাবলুর মৃত্যুতে তার পদটি শুন্য হয়েছে। কুমেদপুর ইউনিয়নে সাধারন সদস্য পদে এবং মামলা সংক্রান্ত জটিলতায় হাই কোর্টের নির্দেশে বড়আলমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, উপজেলার বড়দরগা ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যু, বড়আলমপুর ও কুমেদপুরে মামলাজনিত কারণে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মার্চ মনোনয়নপত্র দাখিল ও ১৬ এপ্রিল ওই নির্বাচন হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা সাধারন ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য বিরামহীন তৎপরতা চালাচ্ছে। বড় আলমপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক চেয়ারম্যান হাফিজার রহমান, আনিছুর রহমান, বকুল মিয়া, বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান; বড়দরগাহ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রয়াত চেয়ারম্যান মোতাহারুল হক বাবলুর ২ স্ত্রী সফুরা বেগম ও নাইছ আকতার, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল হক ও আব্দুর রউফ, প্রবীন আ’লীগ নেতা এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য নয়া মিয়া ও আব্দুল মালেক মিয়া, হাবিবুর রহমান বকুল, প্রকৌশলী সুমন মিয়ার নাম শোনা যাচ্ছে। অপরদিকে কুমেদপুর ইউনিয়নে ১ টি সাধারন সদস্য পদে নির্বাচন হবে। উপজেলায় আ’লীগের অবস্থান বর্তমান সময়ে ভাল হওয়ায় দলীয় মনোনয়ন দৌড়ে যে এগিয়ে যাবে, তার নির্বাচনী বিজয় তরী পাড়ে ভিড়বে, একথা নিশ্চিন্তে বলা যেতে পারে।

পুরোনো সংবাদ

রংপুর 2526621804302584461

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item