ডিমলায় মুুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

আজ ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে ও স্বাধীনতা স্বপক্ষের সহায়তায় ছাতনাউ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাহবুবুল আলম দুলালের সভাপতিত্বে মুুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পূর্বে ৭১এর রনাঙ্গনে নিহত মুক্তিযোদ্ধা ও জনতার কবর জিয়ারত সহ আনুষ্ঠিত ভাবে পতাকা উত্তোলন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধ কালীন সময়ের ৬নং সাবসেক্টরের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান আহম্মেদ, তার সফর সঙ্গী ছিলেন কোম্পানী কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এ জেড সিদ্দিকী ভি.আই.পি, যুদ্ধাহত এফ.এন বীর মুক্তিযোদ্ধা মোঃ আইনুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) ও সহকরী জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, মফিজার রহমান, আবু আলম, আবুল হোসেন, সুরুজ্জামান, আব্দুল জলিল, লুৎফর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন খোকন, শাহদাত আলী, আবু বক্কর সিদ্দিক, বিশ্বনাথ রায়।
এতে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী, এমদাদুল কবীল চৌধুরী, ফকরুজ্জামান, সাবেক সহকারী জেলা কমান্ডার ওয়ালিউর রহমান চৌধুরী প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৭ মার্চ এর ভাষন পাঠ্য পুস্তকে অন্তর্ভূক্তি করার জন্য সরকারের নিকট দাবী করেন। বর্তমানে অনেকেই মুক্তিযোদ্ধা সেজে বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা গ্রহণ করায় দুঃখ প্রকাশ করেন।
তারা স্বাধীনতার প্রকৃত ইতিহাস বর্তমান প্রজন্মের নিকট তুলে ধরার প্রতি গুরুত্ব আরব করেন। পরিশেষে শহীদ মুক্তিযোদ্ধা সহ দেশ জাতীর কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1943511391837002025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item