পঞ্চগড় মিলন মার্কেট এলাকায় কুখ্যাত ফাতেমার দেহ ব্যবসা; এলাকাবাসীর প্রশাসনের হস্তক্ষেপ কামনা

তোফাজ্জল হোসেন (তোতা মিয়া)-
পঞ্চগড় সদরের কাজীপাড়া ও মিলন মার্কেট সংলগ্ন বাড়ী গুলো চলছে ঝমঝমাট দেহ ব্যবসা। এ বিষয়ে ঐ এলাকার সুশীল সমাজ ও সচেতন মানুষেরা জানিয়েছেন যে, এ সব দেহ ব্যবসায়ী ও দালালদের অত্যাচারে এলাকার ছেলে মেয়েদের মানুষ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন হয় ঐ এলাকার আইজুল মেকারের স্ত্রী এক সন্তানের জননী মোছাঃ ফাতেমা বেগম তার পিতা মোঃ সমশের আলী এরা সকলেই ষড়যন্ত্র করে মানুষকে বাসায় ডেকে এনে আত্মীয় পরিচয় দেয়। মানুষকে চুষে খেয়ে অবশেষে ধর্ষণের অভিযোগ দেখিয়ে ফাতেমা বেগমের পরিবার ও দালালরা মানুষকে ফাদে ফেলে মোটা অংকের টাকা আদায় করে নেওয়ার অভিযোগও পাওয়া গেছে। ফাতেমা বেগম নামের এই দুশ্চরিত্র মেয়ে যাদেরকে ফাসিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন, তারা হলেন লাঠুয়াপাড়ার মামুন, তার কাছ থেকে জরিমানা নিয়েছে পনের হাজার টাকা। দিলীপ কুমার তার কাছ থেকে নিয়েছে ত্রিশ হাজার টাকা। কাজীপাড়ার সহিদুল ড্রাইভার তার কাছ থেকে নিয়েছেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং হান্নান মাছ ব্যবসা তার কাছ থেকে নিয়েছে বিশ হাজার টাকা। এভাবেই চলতে ফাতেমার পরিকল্পিত দেহ ব্যবসা। কিছুদিন গত হয় পঞ্চগড় সদরের মোঃ সহিদুল ড্রাইভার তাকে পরিকল্পিত ভাবে এলাকার দালাদের পরামশে বেকায়দায় ফেলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা রাতের অন্ধকারে নব নির্বাচিত আওরঙ্গঁ চেয়ারম্যান ও দালালরা একত্রিত হয়ে সহিদুল ড্রাইভার তার পরিবারকে টেপে ফেলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দেহ ব্যবসায়ী ফাতেমা ছাড়াও ঐ এলাকার আরও অনেকেই রুমেরাঙ সেজে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে প্রত্যক্ষ দর্শীরা জানিয়েছেন। এলাকার সম্মানিত সুশীল সমাজের মানুষেরা তাদের অদূর ভবিষ্যত বাচ্চাদের নিয়ে এখন চিন্তায় দিন কাটাচ্ছে। এই সমাজে তারা কিভাবে তাদের সন্তানদের মানুষ করবে। তাই এলাকার সকলেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন

পুরোনো সংবাদ

পঞ্চগড় 3159600955610718397

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item