পঞ্চগড় জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হলেন জাকিয়া খাতুন।

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়ঃ-
পঞ্চগড় জেলা মহিলা আওয়ামীলীগের কাউন্সিল নিয়ে অবশেষে বিতর্ক ঘোচালেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ। বেশ কিছু দিন যাবত টক অব দ্যা টাউন ছিল পঞ্চগড় জেলা মহিলা আওয়ামীলীগের বিতর্কিত কাউন্সিল। পূর্ণ বহালকৃত সাধারণ সম্পাদকের দাবী ছিল গণতান্ত্রীক পন্থায় গোপন ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন। কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ নিজেদের পছন্দের প্রার্থীকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করেন। এই বিতর্কিত কাউন্সিল নিয়ে পঞ্চগড় জেলায় নানা মুখী সমালোচনার পর অবশেষে গত ৪ মার্চ ২০১৭ ইং তারিখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন সফল হওয়ার পর সাংগঠনিক পঞ্চগড় জেলার বিতর্কিত সম্মেলনের বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হইলে গত ২২/০৩/২০১৭ ইং তারিখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক স্বাক্ষরিত একটি পত্রে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের নীতি, আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য ও মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের বৃহত্তম স্বার্থে রেজিয়া ইসলামকে সভাপতি ও জাকিয়া খাতুনকে সাধারণ সম্পাদক রেখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার পূর্বতন পূর্ণাঙ্গ কমিটি বহাল থাকবে বলে ঘোষণা দেন। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে পঞ্চগড় জেলা মহিলা আওয়ামীলীগের জেলা, থানা, পৌর ও ওয়ার্ডের নেতা কর্মীদের মধ্যে আনন্দে ঢেউ নেমে আসে। কিছু কিছু স্থানে ত্রিনমূল নেতাকর্মীর মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল করে। এই বিষয়ে জেলা আওয়ামীলীগের নেতৃ বৃন্দের সাথে কথা বললে তারা জানান যে, নেতৃত্বে প্রতিযোগীতা থাকলেও দেশ ও দলের স্বার্থে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে প্রস্তুত। সাধারণ সম্পাদক জাকিয়া খাতুনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সবাইকে নিয়ে কাজ করতে চাই।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5472863040324624970

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item