পঞ্চগড়ে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালিত

সাইদুজ্জামান রেজা পঞ্চগড়: পঞ্চগড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৯৮তম জন্মদিন ও শিশু দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে পঞ্চগড় সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর একটি বর্ণাঢ্যর‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্তরে এসে শেষ হয়। বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন উপলক্ষে অডিটোরিয়াম হলরুমে ৯৮ পাউন্ডের একটি কেক কাটা হয়। আলোচনা সভায় পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আমানুল্লাহ বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার,আবু তোয়াবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম দুলাল, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনের আলোকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করার মাধ্যমে দেশকে দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ২০২১সালের মধ্যে দেশকে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে বদ্ধ পরিকর। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সন্ধায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে শের-এ বাংলা পার্ক সংলগ্ন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6746034272528211981

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item