নীলফামারীর প্রিয় মুখ সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন আর নেই

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩১ মার্চ॥ অকালে না ফেরার দেশে পাড়ি জমালেন নীলফামারীর প্রিয়মূখ দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা  মোশাররফ হোসেন। আজ শুক্রবার ভোর পৌনে চারটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। (ইন্নালিল্লাহি...রজিউন)। তাঁর বয়স ৫৬ বছর।
নীলফামারী শহরের শাহীপাড়াস্থ্য প্রয়াত বশির উদ্দীনের ছয় ছেলে ও এক মেয়ের মধ্য মোশাররফ হোসেন ছিলেন ৫ম। দা¤পত্য জীবনে স্ত্রী আর দুই মেয়ে, এক ছেলের জনক ছিলেন তিনি। বড় মেয়ে বিপাশা পার্বতিপুরের এক ব্যাংকারের স্ত্রী। জমজ দুই ছেলেমেয়ের মধ্যে শাওন নীলফামারী মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের দর্শনের ছাত্রী এবং সৈকত নীলফামারী সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র। স্ত্রী জোৎনা আরা গৃহিনি।
সাংবাদিক মোশাররফ হোসেন প্রকাশনার শুরু থেকে দৈনিক ইনকিলাবের নীফামারী প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন। সাংবাদিকতা জীবনে সীমান্ত সন্ত্রাস, ভূমি ও পানি আগ্রাসন নিয়ে সাড়া জাগানো রিপোর্ট করে জনপ্রিয়তা লাভ করেন। ৭০ দশকে তার সাংবাদিকতা পেশায় আগমন। প্রয়াত সাংবাদিক ফজলুর রহমানের স¤পাদিত সাপ্তাহিক নীলফামারী বার্তা (বর্তমানে দৈনিক নীলফামারী বার্তা)  ছাড়াও বিভিন্ন সময় তিনি দিনাজপুরের উত্তরা, তিস্তা, বগুড়ার চাঁদনিবাজার, আজ ও আগামীকালসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। নীলফামারীর প্রথম দৈনিক নীলকথা'র প্রথম বার্তা স¤পাদকও ছিলেন তিনি। দীর্ঘ দিন নীলফামারী প্রেসক্লাবের  সাধারণ স¤পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মোশাররফ হোসেন দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
আজ বাদ জুম্মা, নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এবং বাদ আছর কেন্দ্রীয় কবরস্থান চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।

মোশাররফ হোসেনের অকাল মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, বিরোধীদলীয় হুইপ ও নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ জোনাব আলী, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ এনকে আলম চৌধুরী, সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর মেয়র আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম, জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী, জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আনিসুল আরেফিন চৌধুরী, জেলা বিএনপির সাধারন সম্পাদক সামছুজ্জামান জামান, জেলা বারের সভাপতি এ্যাডঃ আলিমুদ্দিন বসুনিয়া, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌঃ আহসান হাবিব লেলিন, চেম্বার অব কর্মান্সের সভাপতি মারুফ হাসান, সিপিবির সভাপতি শ্রীদাম দাস, ওয়ার্কাস পাটির সভাপতি কমরেড তপন কুমার রায়, সনাকের সভাপতি প্রকৌঃ সফিকুল আলম,ফার্টিলাইজার এ্যাসোসিয়নের সভাপতি আব্দুর ওয়াহেদ সরকার, জেলার সম্মিলিত সাংস্কৃতিকজোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, জেলা মহিলা সমিতির সভাপতি তাহমিনা হক, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা জাতীয় মহিলা সংস্থার সভাপতি রাবেয়া আলিম, বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী টিএফপির সমিতির রংপুর বিভাগীয় সাধারন সম্পাদক সাদেক আনোয়ার, সাংবাদিকদের মধ্যে মুজাহিদ বিন খয়রাত, আমিনুল হক, তাহমিন হক ববী, সামছুল ইসলাম, মীর মাহমুদুল হাসান আস্তাক, ভুবন রায় নিখিল, শীষ রহমান, দীপক আহমেদ, মিল্লাদুর রহমান মামুন, হাসান রাব্বী প্রধান, আতিয়ার রহমান বাড্ডা, সাকির হোসেন বাদল, এম.আর আলম ঝন্টু, তোফাজ্জল হোসেন লুতু, মঞ্জরুল আলম সিয়াম, নুরে আলম দুলাল, আজিজুল হক বুলু, ইসরাত জাহান পল্লবী, রিনি সরকার, বিজয় চক্রবর্তী কাজল, নুরুল ইসলাম, মোজাফ্ফর আলী, রতন সরকার, সরদার ফজলুল হক, জাহিদুল ইসলাম, জুয়েল আহমেদ, নুরে আলম, আল-আমিন, জনপ্রিয় নিউজ পোর্টাল অবলোকন টুয়েন্টিফোর গভীরভাবে শোক প্রকাশ করে মোশাররফ হোসেন বিদেয়ী আতœার মাগফেরাত করে   গভীর ভাবে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5794062575376147618

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item