নীলফামারীতে আশা’র বিএম ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক>>
নীলফামারীতে আশা’র বিএম ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মার্চ সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ হল রুমে সিনিয়র ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ ওমর ফারুকের  সভপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আবু নওশের মোঃ ফাহাদ, প্রোগ্রাম ম্যানেজার আশা-ঢাকা। বিশেষ অতিথি মোঃ মামুনুর রশিদ, জোনাল ম্যানেজার, ঠাকুরগাঁও জোন, মোঃ আব্দুর রহমান, সিনিয়র ফিজিওথেরাপিষ্ট, আশা-ঢাকা, মোঃ মতিউর রহমান, ডিষ্ট্রিক্ট ম্যানেজার, নীলফামারী (জলঢাকা) প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অত্র জেলার সিনিয়র ফিল্ড অডিটর, আরএম, বিএম, এএসই সহ ৭৫জন কর্মকর্তা সভায় অংশগ্রহন করেন। মৌলিক উপযুক্ততা, দল ব্যবস্থাপনা, গতিশীলতা, কর্মী ও সদস্যদের বিভিন্ন বীমা সুবিধা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সুদ্ধাচরণ বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথিগণ। নীলফামারী জেলায় সকল উপজেলা ও ইউনিয়নে আশার মোট ৫০টি ব্র্যাঞ্চ দীর্ঘদিন থেকে ক্রেডিট প্রেগ্রাম, স্যানিটেশন, ফিজিওথেরাপি, স্বাস্থ্য সেবা ও কিশোর কিশোরীদের শিক্ষা কার্যক্রম সফলতার সাথে বাস্তবায়ন করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে সংস্থাটি গতিশীল ও মান উন্নয়নে সকল কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন বক্তাগণ।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7537544384601118381

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item