চিলাহাটিতে বি.আর.টিসি বাস দুর্ঘটনায় আহত যাত্রীর মৃত্যু

এ,আই পলাশ চিলাহাটি নীলফামারী প্রতিনিধিঃ
ডোমারের চিলাহাটীতে বি.আর.টি.সি বাস দূর্ঘটনায় আহত যাত্রী সাইবুল (৩৫) রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(২০ মার্চ) মধ্যরাতে মৃত্যুবরন করেছেন।নিহত সাইবুল উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের আঃ লতিফ (৬৫) এর ছেলে।দূর্ঘটনায় পিতা পুত্র দুজনেই আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ছিল।এই দূর্ঘটনায় সাইবুলের বুকের পাঁজরে প্রচন্ড আঘাত লাগে বলে তার মেয়ে চিলাহাটী গার্লস স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী সুইটি জানায়। জানা যায়,শনিবার(১৮ মার্চ)  সন্ধ্যায় রংপুর থেকে চিলাহাটি গামী বি.আর.টিসি বাস ঢাকা চ-১৫৫৬ চিলাহাটির বোতলগঞ্জ নামক স্থানে রাস্তার মোড়ে বাক নেওয়ার সময় উল্টে গিয়ে পুকুরে পড়ে  গেলে ড্রাইভার পালিয়ে যায় এবং ৬ জন যাত্রী ও বাসের হেলপার আহত হয়। বাসটি উল্টে গেলে স্থানীয় জনগণ এসে বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে ডোমার থেকে ফায়ার ব্রিকেট ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফজলুল হক নেতৃত্বে একদল পুলিশ এসে উদ্ধার কাজ তদারকি করে। রাতে বাসটি পুকুর থেকে তোলা হয়। যাত্রীদের কাজ থেকে জানা যায় বাসে কমবেশী ৬-৭ জন যাত্রী ছিল।

পুরোনো সংবাদ

নীলফামারী 1128172561200416805

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item