জলঢাকায় যুবলীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য।

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন কে কেন্দ্র করে উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মাঝে প্রানচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জলঢাকা ডিগ্রী কলেজ মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সংসদ সদস্য, নীলফামারী - ৩ অধ্যাপক গোলাম মোস্তফা। এসময় আরো উপস্হিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা এমরান হোসেন খান, কেন্দ্রীয় যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম এ খালেক, উপজেলা আঃলীগের সভাপতি আনছার আলী মিন্টু, সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপী, সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মকছুদার রহমান লেলিন ও হুমায়ুন কবির খান প্রমুখ। সম্মেলনে সঞ্চালকের দায়িত্ব পালন করবেন পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ।  দীর্ঘদিন পর কাউন্সিলের মাধ্যমে কর্মীরা নতুন নেতৃত্ব নির্বাচন করতে পারায় তাদের মধ্য উৎসবের আমেজ তৈরী হয়েছে। এদিকে উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের ৩০ তারিখের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সকল ইউনিয়নের যুবলীগ কর্মীদের সাক্ষাত করছে বলে জানান উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাদেকুল সিদ্দিক সাদেক। উপজেলা যুবলীগের সম্মেলনের সফলতা কামনা করে বঙবন্ধুর আদর্শের সৈনিক অবিনাশ রায় বলেন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ যুবসমাজ মুল চালিকা শক্তি। একমাত্র যুবলীগেই পারে যুব সমাজকে একতাবদ্ধ করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 2287752237892934221

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item