দিনাজপুরের বিরলে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুর উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের মমতা দিয়ে এদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় ব্যাঘাত ঘটানোর জন্য চক্রান্তকারীরা ৭৫’র ১৫ আগস্টের মতো আবারো হত্যাকান্ড ঘটানোর জন্য ষড়যন্ত্র করছে। বিএনপি’র নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, বিএনপি এখন চোরাবালিতে আটকে গেছে। আগামী সংসদ নির্বাচনে নির্বাচন না করলে বিএনপি চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে। তারা বুঝতে পেরেছে যারা এতিমের টাকা মেরে খায় এবং দেশের সম্পদ লুন্ঠন করে তাদের জনগণ ক্ষমতায় দেখতে চায়না। এটি বুঝতে পেরে তারা একের পর এক মিথ্যা নাটক করে যাচ্ছে। ১৩ মার্চ সোমবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে টিআর প্রকল্পের অর্থ বিতরণ ও পল্লী বিদ্যুৎ সমিতি দিনাজপুর-১ এর আয়োজনে দেড় কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ৫৫৪টি বাড়ীতে নতুন সংযোগের শুভ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিরল উপজেলায় যে সড়ক ও জনপদে উন্নয়নের কাজ চলছে এত বড় উন্নয়নের কাজ অবশ্যই বিরলের ইতিহাসে উন্নয়নের একটি নতুন দিগন্ত রচনা করবে। স্থল বন্দরটি পুরোপুরিভাবে চালু হলে এ উপজেলাটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল উপজেলা হিসাবে সুপরিচিতি লাভ করবে। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ, দিপবিস-১ এর জিএম কাজি মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন অফিসার রেজাউল করিম প্রমূখ। এছাড়াও প্রধান অতিথি দিনাজপুর-বিরল-পাকুড়া-রাধিকাপুর (স্থলবন্দর) সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন, বিরল উপজেলা পরিষদে ডিজিটাল সেন্টারের উদ্বোধন, কাঞ্চন মোড়, বুনিয়াদপুর মোড় ও পাকুড়া মোড়ে জনসভায় বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 1222729136037151390

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item