সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নে এসডিসি -সমষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র বাস্তবায়িত এসডিসি-সমষ্টি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ( সোমবার) বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ওই সভার আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) এর আর্থিক সহায়তায় এবং কেয়ার বাংলাদেশ এর পার্টনার হিসেবে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ওই প্রকল্প বাস্তবায়ন করছে।
উক্ত অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এর যাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. গোলাম রাব্বানী ।
বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হেলাল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  ইউপি সদস্য মোহাম্মদ আলী সরকার, মো. আব্দুল হাই, মোছা. মমতাজ খাতুন, সিটিজেন ফোরাম সদস্য মোছা. শাহনাজ,কেয়ার যাত্রা প্রকল্পের মো. রিপন মন্ডল, স্যাকমো ডা. ইয়াছিন আলী শাহ, এলএসপি মো. জসিম উদ্দিন প্রমুখ।
সভাটি সঞ্চালন করেন প্রজেক্ট ম্যানেজার এসডিসি-সমষ্টি প্রকল্প জিবিকে আব্দুস সালাম। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের সরকারী সেবাদানকারীগণ, বিভিন্ন পাড়ার প্রতিনিধি, এলএসপি, সিটিজেন ফোরাম সদস্যগণ অংশ নেন।
সমষ্টি প্রকল্প দরিদ্র,সুবিধাবঞ্চিত এবং ঝুঁকিপূর্ণ নারী জনগোষ্ঠী’র উন্নততর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে- পরিবারের  টেকসই আয়বৃদ্ধি, অধিক আয়ের বা বিকল্প আয়ের পথ এবং সামাজিক সেবায় যাতে প্রকল্পের টার্গেটকৃত জনগনের অংশগ্রহন বাড়ে সেদিকে লক্ষ্য রেখে প্রকল্প  বাস্তবায়ন করবে। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5241432477270364443

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item