সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে ভিজিডি কর্মসূচির কার্ড ও চাল বিতরণ

 তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ২০১৭-২০১৮ চক্রের ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগী মহিলাদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।সোমবার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই কার্ড ও চাল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালীপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, বাঙ্গালীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান -১ চেয়ারম্যান লুৎফর রহমান খান, ইউপি সচিব মো. মোশাররফ হোসেন,  বাঙ্গালীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানসহ সংশ্লিষ্ট ইউপি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নে ভিজিডি কর্মসূচির উপকারভোগী মহিলার সংখ্যা হচ্ছে ৩৯৩ জন। এ কর্মসূচির উপকারভোগী মহিলারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবেন। সরকার বিতরণের সুবিধার্থে ৩০ কেজি করে চালের বস্তার ব্যবস্থা করেছে। 

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 4766634349299753523

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item