পীরগঞ্জে কর্মসৃজন কর্মসূচির উদ্বোধন

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধি ঃ

পীরগঞ্জের কাবিলপুর ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ১ম পর্যায় কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ওই ইউপি’র বড় গোপিনাথপুর গ্রামে এ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি।
জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় বর্নিত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। বাস্তবায়নাধীন এসব প্রকল্পে ওই ইউনিয়নের মোট ৩৫০ জন শ্রমিক ৪০দিনব্যাপী কাজ করার সুযোগ পাবে। এজন্য তারা প্রতিদিন প্রতি জন শ্রমিক ২’শ টাকা করে মজুরী পাবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান‘ এ কর্মসূচীর আওতায় উপজেলার ১৫টি ইউনিয়নে ৩ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকা ব্যায়ে ১৩৫টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পে ৪ হাজার ৫৩৮ জন অতিদরিদ্র শ্রমিকের প্রথম পর্যায়ে ৪০ দিনের কর্মসংস্থান হবে। ওই কর্মসূচীর অধীনে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ রাস্তা-বাঁধ সংস্কার ও পূনঃনির্মানসহ মাটির কাজ করা হবে যা আজ  রোববার) থেকে ১৫টি ইউনিয়নে ওই কাজ একযোগে শুরু করা হয়েছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3340552074426545138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item