রংপুরে স্বামীর সন্ধান চেয়ে স্ত্রীর সাংবাদিক সম্মেলন

এস.কে.মামুন

দীর্ঘ ২৪ দিন নিখোজ স্বামীর সন্ধান চেয়ে রংপুর প্রেসক্লাবে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেছেন অসহায় স্ত্রী মোছা: ফেরদৌসি বেগম। নিখোজ মো: শফিকুল ইসলাম মধু রংপুর মহাগনগরীর আলমনগর এলাকার  বাসিন্দা হাবিবুর রহমান হাবুয়ার ২য় পুত্র। সে রংপুর কারুপণ্য গার্মেন্টস কোম্পানিতে কয়েল মেরামত কাজের সুপারভাইজার হিসেবে ১ বছর ধরে চাকুরী করত। লিখিত বক্তব্যে ফেরদৌসি বেগম সাংবাদিকদের জানান আমার স্বামী মধু ও আমাদের শিশু সন্তানসহ আমি গত ৬ ই জানুয়ারী আমাদের আবাদকৃত আলুর ক্ষেত পরিচর্যা করার জন্য আমার বাবার বাড়ি মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো: ফজলুল হকের বাড়িতে যাই। সে আমার বাবা। সেখানে অবস্থান করে আমরা আমাদের আলু ক্ষেত পরিচর্যা করতে থাকি। এমতাবস্থায় গত ১৩ ই জানুয়ারী ১৭ তারিখে ভোরে আমার স্বামী মধূকে ঘুম থেকে ডেকে তোলে পুলিশের পোশাক পরিহীত ব্যাক্তিগণ পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে। এসময় আমি আমার বাবা- মা ও এলাকাবাসি মধুকে কি কারণে গ্রেফতার করা হচ্ছে তা জানতে চাইলে পুলিশ কোন জবাব না দিয়ে জোরপূর্বক গ্রেফতার করে। তারা আামার এবং স্বামী মধুর ২টি মোবাইল ফোন ও ১ টি মোটর সাইকেলসহ মধুকে নিয়ে যায়। পরের দিন আমি এবং আমার পরিবারের লোকজন সহ মিঠাপুকুর থানায় গিয়ে মধুকে দেখতে চাইলে থানা পুলিশ তার গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেন। নিরুপায় হয়ে আমি ও পরিবারের লোকজন রংপুর কারাগার, কোতয়ালী থানা, এসপি অফিস, গাইবান্ধা কারাগার ,পলাশবাড়ি থানা সহ বিভিন্ন স্থানে খোঁজ করে তার সন্ধান না পেয়ে  গত ১ ফেব্রুয়ারী মিঠাপুকুর থানায় সাধারন ডায়েরী দায়ের করি যার নং: ৩১। গত ২৪ দিন অতিবাহিত হলেও আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম স্বামীর সন্ধান না পেয়ে আমার শিশু সন্তান ও পরিবারের মাঝে নেমে এসেছে চরম হতাশা। আমি আমার শিশু সন্তানকে নিয়ে  মানবেতর জীবন  যাপন করছি। ফেরদৌসি বেগম বলেন আমার স্বামী যদি কোন অপরাধ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে অবিলম্বে আদালতে হাজির করা হোক। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে তার শিশু সন্তান সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

রংপুর 6657438679250283025

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item