ঘন কুয়াশায় আচ্ছন্ন নীলফামারী জেলা

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৩১ জানুয়ারী॥ 
সোমবারের আবহাওয়া ছিল রৌদ্রজ্জল। কিন্তু  গতকাল মঙ্গলবার ও আজ বুধবারের চিত্রটি ভিন্ন । যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। মাঘ মাস শেষে ফাগুনের আগমনে বার্তায় আকাশে-বাতাসে সেই আবেশ ¯পষ্ট কয়েক দিন ধরেই দেখা মিলছিল। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে উত্তরের নীলফামারী জেলা সহ পাশ্ববর্তী এলাকা সমুহে  আবহাওয়ার  পরিবর্তন ঘটেছে। গতকাল সোমবার মধ্য রাত হতে আজ মঙ্গলবার শীতের তীব্রতার সঙ্গে  ঘন কুয়াশায় ছেয়ে গেছে। সেই সঙ্গে উত্তুরী হিমেল বাতাস। সকাল হতে দুপুর ঘনিয়ে এলেও সূর্য্যরে দেখা মেলেনি। মাঘ মাস শেষ হতে এখনো ১১ দিন বাকী। শেষ মাঘে এসে শীত বুঝি বিদায় লগ্নে এসে নতুন রূপে হানা দিয়েছে।  এতে একটু-একটু করে বাড়তে থাকা তাপমাত্রা ফের কমে আসতে শুরু করেছে। নতুন রূপে শীতের হানায় মানুষজন শীতবস্ত্র শরীরে চাপিয়েছে।
এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে খেটে খাওয়া মানুষজন পড়েছে বিপাকে। ফসলের মাঠে শুরু হয়েছে বোরো আবাদ। কুয়াশা হিমেল বাতাস উপেক্ষা করে কৃষককুল মাঠে কোমর বেঁধে কাজ করতে দেখা যায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 2021334062880650211

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item