স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন বৈষম্য দুর করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

মামুনুররশিদ মেরাজুল ,নিজস্ব প্রতিনিধিঃ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কর্মচারীদের বেতনের সরকারী অংশের  বৈষম্য দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেনর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বেতন বৈষম্য দুরীকরণে মন্ত্রনালয়ে শিক্ষকদেও দেওয়া আবেদন আগামী ৯০ দিনের মধ্যে নিস্পত্তি করার নির্দেশ দেয়া হয়। শিক্ষা সচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। গত ৭ ফেব্র“য়ারী  এ সংক্রান্ত এক আবেদনের শুনানির পর হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো.হুমায়ন কবির ও অ্যাডভোকেট মো. আল আমিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। আইনজিবী হুমায়ন কবির জানান, সংযুক্ত  এবতেদায়ী মাদরাসা ও স্বতন্ত্র  এবতেদায়ী  মাদরাসার শিক্ষকদের  শিক্ষাগত যোগ্যতা এক হলেও তাদেও মধ্যে বেতন ভাতাদির সরকারী অংশ প্রদানের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। সংযুক্ত  এবতেদায়ী মাদরাসায় কর্মরত শিক্ষকদের সরকারের পক্ষ থেকে ৯ হাজার ৯শ ১৮ টাকা বেতন দেয়া হলেও স্বতন্ত্র  এবতেদায়ী  মাদরাসার শিক্ষকদের  মাত্র ১ হাজার ২ শত টাকা দেয়া হয়। যা আইনের দৃষ্টিতে কোনভাবেই  গ্রহনযোগ্য নয়। এই বেতন বৈষম্য দুরীকরণে ব্যবস্থা নিতে ২০১৬ সালের ৭ নভেম্বও শিক্ষা মন্ত্রনালয়ে আবেদন করেন নীলফামারীর ডিমলা উপজেলার শহীদুল¬্যাহ বালিকা এবতেদায়ী মাদরাসার ৪ জন শিক্ষক । কিন্তুু এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় কোন পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিট করেন শহীদুল¬্যাহ বালিকা এবতেদায়ী মাদরাসার ৪ জন শিক্ষক। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এই রায় দেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4409215800323516172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item