ডোমারে জলাতংক আক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে পাচঁ হাজার টাকা জরিমানা


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ

জলাতঙ্ক  রোগে আক্রান্ত গরু জবাই করে তার মাংস বিক্রির চেষ্টার সময়  তিন মাংস বিক্রেতাকে পাচঁ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে ঘটনাটি ঘটে নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি মোড়ে।
জরিমানায় দন্ডিতরা হলো ডোমার সদর ইউনিয়নের চিকনমাটির সরকার পাড়ার  রবিউল ইসলাম (৪০), রাশেদ (৩৫) ও  শফিকুল ইসলাম (২৬) ।

অভিযোগ মতে একই এলাকার আব্দুল হামিদের একটি আড়িয়া গরুকে গত ১৫দিন আগে কুকুর কামড় দেয়। এতে গরুটি জলাতঙ্ক  রোগে আক্রান্ত হয়ে পড়ে। এ অবস্থায় গরুর মালিকের নিকট উক্ত তিন ব্যাক্তি গরুটি ১২ হাজার টাকায় ক্রয় করে।  সোমবার সকালে  গরুটি জবাই করে চিকনমাটি মোড়ে তার মাংস আড়াই  শত টাকা কেজী দরে  বিক্রির চেষ্টা চালায় তারা।

তাৎক্ষনিকভাবে খবর পেয়ে ডোমার উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক সাবিহা সুলতানা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল হক, স্যানেটারী ইন্সপেক্টর দুলাল হোসেন ঘটনাস্থলে ছুটে আসে। এসেই তারা প্রমান সাপেক্ষে উক্ত মাংস জব্দ করে মাটিতে পুতে ফেলেন  এবং  বিশুদ্ধ খাদ্য আইনে ১৯৫৯ সালের ৪৪ ধারায়  টেবিল ৬(১) মোতাবেক তিনজনকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 1036033729826889683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item