রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা

জে. ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী যখন জাতীয়করণে ঘোষণা দিয়েছে সেখানে ষড়যন্ত্র যতই চলুক রাণীশংকৈল মহিলা কলেজ জাতীয়করণে বাস্তবায়ন করা হবে বলে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ঠাকুরগাঁও-এর সুরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান (লিটা) এমপি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বুধবার(১৮ই জানুয়ারি)সকাল ১১ ঘটিকায় রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজে ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অত্র প্রতিষ্ঠানের সভাপতি সেলিনা জাহান (লিটা) এমপি, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান, রাণীশংকৈল থানা ইনচার্জ রেজাউল করিম অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মহাদেব বসাকসহ অত্র মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কর্মচারী ও ছাত্রী অভিভাবকসহ অনেকে উপস্থিত ছিলেন। এমপি মহাদোয় আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ ঘোষণা দিয়েছে সেদিন থেকে আমি জাতীয়করণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অতিশীঘ্রই জাতীয়করণ বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত ভাবে এ বিষয়ে আলাপ করি এবং তিনি আমাকে ধৈর্য্য ধরতে বলেছেন। কে বা কাহারা কোন প্রতিষ্ঠান নিয়ে দৌড়ঝাপ শুরু করেছে তা আমার দেখার বিষয় নয়। জাতীয়করণ ঘোষিত রাণীশংকৈল মহিলা ডিগ্রী কলেজটি মাননীয় প্রধানমন্ত্রীর অশেষ মেহেরবাণীতে বাস্তবায়ন করা হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4206314195549159519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item