খলেয়ায় আর্থ ইন তারে বিদ্যুৎ সঞ্চালনায় ৩টি পরিবারের ২টি গরু ২টি ফ্রিজ ৩টি টিভি সহ ৫ লক্ষ টাকা ক্ষতি

হাবিবুর রহমান সেলিম পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার খলেয়ায় পল্লী বিদ্যুতের মূল লাইনের (১১ হাজার ভোল্টেজ) এর তার ছিড়ে আর্থিন তারের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনায় বিদ্যুৎ ষ্পৃষ্টে দুটি বলদ গরু মারা গেছে এবং ২টি ফ্রিজ, ৩টি কালার টিভি ও ঘরের ইলেক্ট্রনিক্সের আসবাব পত্র অকেজো হয়ে ৫ লক্ষ টাকার ক্ষতির শিকার হয়েছেন ৩টি পরিবার। গত সোমবার সন্ধ্যায় খলেয়া ইউনিয়নের উত্তর খলেয়া হাজী পাড়ায় এ অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্থরা হলেন সুফিয়ান মিয়া, মাহাম্মদ তেলী ও বাবু মিয়া। এদিকে পল্লী বিদ্যুতের মূল লাইনের তার ছিড়ে আর্থিন তারে বিদ্যুৎ সঞ্চালনার পর কর্তৃপক্ষরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রাখায় ঐ রাতভর অন্ধকারে ছিল গ্রামটি।

পুরোনো সংবাদ

রংপুর 4283412001662516431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item