প্রস্তাবের গোপনীয়তা ভঙ্গ করেছে বিএনপি: কাদের

ডেস্কঃ
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা বিএনপিই ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সোমবার বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার বিরুদ্ধে বঙ্গভবনের গোপনীয়তা ভঙ্গের যে অভিযোগ করেছেন, সেটা স্ববিরোধী। তিনি নিজেই বলেছেন, আমরা কার নাম দিয়েছি, সেটা আ.লীগ নেতারা জানলো কী করে? আবার বলেছেন, আমরা কোনো নামই দেইনি। এটা তার স্ববিরোধী বক্তব্য।আসলে জেলের ভয়ে বিএনপির নেতারা কেউ কেউ দলের তথ্য গোয়েন্দাদের কাছে ফাঁস করে দেয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রপতির কাছে কার নাম প্রস্তাব করেছে, সেটা জানার জন্য বঙ্গ ভবনের সহযোগিতার দরকার হয় না। বিএনপির নেতারাই যথেষ্ট।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8094006599864456869

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item