চলতি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে : পরিকল্পনামন্ত্রী

ডেস্কঃ
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে। প্রতি অর্থবছরে ২০ লাখ নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে। তবে এবার ৭ লাখ বেশি কর্মসংস্থান তৈরি হবে অর্থনীতিতে। আজ রবিবার শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এবার সাড়ে ৬ থেকে ৭ লাখ কর্মসংস্থান তৈরি হবে বিদেশে। অর্থাৎ এই কর্মীরা বিদেশে যাবেন। বাকি কর্মসংস্থান তৈরি হবে দেশের অভ্যন্তরে।
বিশ্বব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাংক জিডিপি নিয়ে কম বলে। এবার ৬ দশমিক ৮ শতাংশ বলেছে এটাই অনেক কিছু। তবে আমরা বলতে চাই, চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫ শতাংশ। চলতি অর্থবছরের ৬ মাসে দেশের অনেক আর্থিক সূচক ভালো। এ থেকে আমরা প্রাক্কলন করেছি।
সাড়ে ৭ শতাংশ কীভাবে হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, বেসরকারি খাতে ঋণ প্রবাহের প্রবৃদ্ধি এ বছর ভালো হবে। শিল্প খাতে উৎপাদন পরিস্থিতি ও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধিও ভালো হবে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা-২০১৭ প্রতিবেদনে চলতি বছরে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
রেমিট্যান্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, হুন্ডির মাধ্যমে অপ্রচলিত উপায়ে দেশে টাকা আসছে। ফলে রেমিট্যান্স কম দেখাচ্ছে। তবে অপ্রচলিত উপায়ে টাকা পাচার বন্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে। রেমিট্যান্স খাতে প্রণোদনা দেয়া হবে। এটা করলে বিদেশ থেকে আর অপ্রচলিত উপায়ে টাকা আসবে না।
চলতি বছর সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এসব সংস্থাকে সরকার শক্তিশালী করবে বলেও জানান পরিকল্পনামন্ত্রী।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7544853252903055893

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item