প্রাথমিক শিক্ষার গুণগত মান নিয়ে অনুষ্টিত হলো জাতীয় সিম্পোজিয়াম

 নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার (২৬ ডিসেম্বর)ঢাকা সিরডাব মিলনায়তনে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় তাদের ৮টি সহযোগিতা সংস্থার আয়োজনে অনুষ্টিত হলো জাতীয় পর্যায়ে সিম্পোজিয়াম এই সিম্পোজিয়ামে”প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে তৃর্ণমূলের ভাবনা ও পর্যালোচনা” শীর্ষক সামাজিক নিরীক্ষার  প্রতিবেদন উপস্থাপন করা হয়।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য এবং শিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা।অনুষ্টানের শুরুতে ইউএসএস নীলফামারীর নির্বাহী পরিচালক আলা উদ্দিন আলী স্বাগত বক্তব্য রাখেন ।উক্ত সামাজিক নিরীক্ষা প্রতিবেদনটি উপস্থাপন করেন আজাদুল হক ও কায়কোবাদ হোসেন। প্রতিবেদনের উপর  নীলফামারী জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগন উক্ত প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ এবং প্রতিবেদনের উপর তাদের মতামত ব্যক্ত করেন । অংশগ্রহণকারীগণ সরকারের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবং আলোচনায় উঠে আসে যে, মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্টা করতে হবে ।ঢাকা বিদ্যালয়ের আই আর বিভাগের অধ্যাপক তারিক আহসান বলেন , গবেষণাটি যেহেতু তৃণমুল পর্যায়ে থেকে করা হয়েছে তাই এই গবেষনায় ভুলক্রটি থাকা স্বাভাবিক এবং এই গবেষনা আরো বেশী বেশী করা প্রয়োজন বলে  তিনি মনে করেন। এই কার্যক্রমের মাধ্যমে একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষক অনুপাত ও শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা ,বিদ্যালয়ের ভৌত অবকাঠামো, বিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত ব্যাক্তি বর্গের দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে বিদ্যালয় উন্নয়নের অবদান সমুহ চিহ্নিত করার মাধ্যমে একটি বিদ্যালয়ের মানোন্নয়নে কিছু গুরুত্বপুর্ন সুপারিশমালা প্রনয়ন করা জন্য এই ক্ষুদ্র প্রয়াস।এছাড়া আরো বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানজুর আহম্মেদ,বাংলাদেশ বেসরকারী শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি কাজী ফারুক আহমেদ। অনুষ্টানটি সঞ্চালন করেন পামডো, জয়পুরহাটের প্রধান নির্বাহী কর্মকর্তা হৈমন্তি সরকার।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8349860466993511618

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item