রংপুরে বই ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক

মামুনুররশিদ মেরাজুল -
  
প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ এর ৭টি ধারা ও উপধারা সংশোধন এবং বাতিলের দাবিতে রংপুর বই ব্যবসায়ীরা মঙ্গল ও বুধবার দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে এ ঘোষণা দেয় রংপুর পুস্তক, প্রকাশক ও বিক্রেতা সমিতি।মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনে স্পষ্টভাবে বলা হয়েছে শিক্ষা উপকরণ হিসেবে ডিজিটাল শিক্ষা শেখানো সামগ্রী প্রকাশ করা যাবে। কিন্তু কোনো প্রকার সৃজনশীল নোট গাইড প্রকাশ করা যাবে না। কিন্তু এনসিটিবির চাপের মুখে কতিপয় শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীর একপেশে মতামতের কারণেই প্রকাশনা ও মুদ্রণ শিল্পকে ধংসের মুখে দাড় করাতেই সৃজনশীল সহায়ক গ্রন্থের সংজ্ঞা পাল্টে দেয়া হয়েছে। যা কখনই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সম্মৃদ্ধ করবে না। বক্তারা আরো বলেন, প্রস্তাবিত শিক্ষা খসড়া আইনের উপধারা বাতিল করা না হলে চিহ্নিত এসব শিক্ষাবিদ, বুদ্ধিজীবীদের বই মুদ্রণ, প্রকাশ ও সংরক্ষণ বন্ধ করে দিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক রুহুল ইসলাম ফেরদৌস, সহ সভাপতি মনজুরুল হক রাকু, সদস্য দুলাল সরকার, শহিদুল ইসলাম ফিরোজ প্রমুখ বক্তব্য দেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7407285078714379897

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item