আজ সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ::

গাইবান্ধার সুন্দরগঞ্জ  হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
১০ ডিসেম্বর, শনিবার উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমা- কাউন্সিলের উদ্যোগে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে আলোচনা সভানুষ্ঠিত হবে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের কমা-র শাহ্ জাহান টুকুর নেতৃত্বে শতাধিক বীরমুক্তিযোদ্ধা, পাক হানাদার বাহিনীর ১ হাজার সদস্য ও সাড়ে ৩ শতাধিক রাজাগার, আল-বদর, আল-সম্স সদস্যদের হার মানাতে সক্ষম হন। একপর্যায়ে পাক বাহিনীর কিছু সদস্য পালিয়ে যায়। এছাড়া অন্যান্যরা আত্মসমর্পণ করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক  কমা-র লায়েক আলী খান মিন্টু বলেন- এই ৬ নং-কোম্পানি কমা-র শাহজাহান টুকুর নেতৃত্বে আমরা ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জকে হানাদার মুক্ত করতে সক্ষম হয়। তিনি জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকার বাসিন্দা। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)-মুহাম্মদ হাবিবুল আলম জানান।

পুরোনো সংবাদ

গাইবান্ধা 3612613238113525573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item