ধনতোলায় নাটক ‘সংসার কেন ভাঙ্গে ’ মঞ্চস্থ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুর সদর উপজেলার ধনতোলায় গত রবিবার রাত ৮টায়  বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল সাজে সুসজ্জিত প্যান্ডেলে মঞ্চস্থ হলো  ঐতিহ্যবাহী ধনতোলা সার্বজনিন নাট্যগোষ্ঠি সংস্থার ষষ্ঠ অবদান সামাজিক অশ্রুভরা নাটক ‘সংসার কেন ভাঙ্গে’। জানাগেছে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার রঞ্জনদেবনাথ রচিত রংপুর বেতারের নাট্যশিল্পী গুরুদাস গোস্বামী ও বিমল চন্দ্র সরকারের যৌথ পরিচালনায় ও  স্থানীয় তরুণ প্রতিভাময়ী কলাকুশলীদের অভিনয়ে “সংসার কেন ভাঙ্গে” নাটকটি মঞ্চস্থ হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তারা হলেন, পুরুষ চরিত্রে শ্রী গুরুদাস গোস্বামী, বিমল চন্দ্র সরকার, হেমায়তুল ইসলাম বিটু, মনিরুজ্জামান প্রামাণিক, দীপক কুমার রায় লিটন, জাহাঙ্গীর আলম, অরুন, নরেশ, গোলাম মোস্তফা, রানা, সায়েম, ইকবাল, হযরত, সালাম, শরীফ ও শিশু শিল্পী অরণ্য গোস্বামী এবং নারী চরিত্রে লাভলী, মঞ্জু, খালেদা  ও নার্গিস। বই মাস্টার শ্রী নলীনি চন্দ্র মহন্ত ও শ্রী দয়াল চন্দ্র মহন্ত (প্রভাষক), মিডিয়া পার্টনার প্রেসক্লাব পাগলাপীর। নাটকটি মঞ্চয়িতের পূর্বে ভাওয়াইয়া, পল্লীগীতি, জারি, সারি, ভাটিয়ালি ও আধুনিক সহ প্রায় সবধরণের গান পরিবেশন করেন মন পাখি এ্যালবাম প্রকাশক উত্তর বঙ্গের  উদয়মান তরুণ কন্ঠশিল্পী এসকে শানু, শাহিদার রহমান, নাট্যব্যক্তিত্ব শরীফ ও মডার্ন ড্যান্স পরিবেশন করেন চতুর্থ শ্রেনীর ছাত্র মাহিন।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 4674707582808399335

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item