ডোমারে আগাম শীতের পদধ্বনি ব্যস্ত সময় পার করছে ধুনাইকার।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধি>>

দেশের উত্তরের জনপদ নীলফামারী জেলা ডোমার উপজেলা সহ এর আশপাশের উপজেলাগুলোতে এবার আগাম শীত পড়তে শুরু করেছে। দিনের বেলায় সূর্য কিছুটা উত্তাপ ছড়ালেও সন্ধার পর পরেই শীত বাড়ছে। আগাম শীতের আগমনে  ব্যস্ততা বাড়ছে ধুনাইকারীদের। এদিকে সাধারণ মানুষ শীতের প্রস্তুতির জন্য অনেকে লেপ, তোষকের দোকান সহ পুরাতন কাপড়ের  দোকানে ভীড় জমাচ্ছে। ডোমার বাটার মোড় এলাকার খাজা আজমেরী ট্রেডার্স এর মালিক আহম্মেদ হোসেন আনছারী জানান,শীত আগাম ঘনিয়ে আসায় তাদের বেঁচা কেনা জমে উঠেছে। প্রতিদিন ১৫/২০ টির মতো লেপ তোষকের ওর্ডার আসছে । সামনে বেঁচা কেনা আরও বাড়বে বলে আশা করেন  তিনি।
উল্লেখ্য দেশের দক্ষিনের জেলা গুলোতে পৌষ মাঘে শীত নামলেও হিমালয়ের পাদদেশে হওয়ায় নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চলে  শীতের উপস্থিতি অনেকটা আগেভাগেই জানান দেয়।  এবারও তার ব্যাতিক্রম ঘটেনি। আশপাশের জেলাগুলোতে দিনের বেলা তাপ মাত্রা ২২থেকে ২৫ডিগ্রী সেন্টিগ্রেডে উঠানামা করলেও রাতে তা ১৫ থেকে ১৭ ডিগ্রিতে নেমে আসে। অপরদিকে শীত জনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। কষ্টে আছে হতদরিদ্র শিশু ও বৃদ্ধরা।
গরীব শ্রেনীর মানুষের কোন উপায় না থাকায় পুরাতন কাপড় দিয়ে শীত নিবারন করছে অনেকে।   সবচেয়ে বেশী শীত পড়েছে জেলার ডিমলার চর এলাকায় এবং পার্শ্ববর্তী পঞ্চগড় জেলায়। নীলফামারী সহ ডোমার চিলাহাটির আশপাশের এলাকায় হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় শীতের আগাম পদধ্বনী চোখে পড়ার মতো।

পুরোনো সংবাদ

নীলফামারী 1774541979091860268

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item