মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ট্রাম্প ২৬৬, হিলারি ২১৮টিতে এগিয়ে

ডেস্কঃ
যতই সময় যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সবার মনে একটাই প্রশ্ন দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট। কয়েকটি জায়গায় ভোটের ফল পাওয়া গেছে।
এখন পর্যন্ত ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। ট্রাম্প পেয়েছেন 
২৬৬টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে হিলারি পেয়েছেন ২১৮টি ইলেক্টরাল ভোট।
অর্থাৎ এখন পর্যন্ত ৩১টি ইলেক্টরাল ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের নিয়মানুযায়ী ভোটারদের ভোটে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। তাদের ভোটে প্রতিটি অঙ্গরাজ্যে ইলেক্টোরাল কলেজের সদস্য নির্বাচিত হন। এরপর ইলেক্টোরাল কলেজের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট।
৫০ রাজ্যসহ মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ৫৩৮। এর মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এ ছাড়া বিশেষ মর্যাদায় ৩টি ইলেক্টোরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির। সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ সদস্য, যার অর্ধেক ২৬৯। 
স্থানীয় সময় মঙ্গলবার উত্তর আমেরিকার বৃহত্তম রাষ্ট্র যুক্তরাষ্ট্রে সময়চক্রের ভিন্নতার কারণে ৫০ অঙ্গরাজ্যের একেকটিতে একেক সময় ভোটগ্রহণ শুরু হয়। গ্রিনিচ মান সময় বেলা ১১টা থেকে ভোট শুরু হয়। বিভিন্ন অঙ্গরাজ্যে এই ভোট চলে বাংলাদেশ সময় মধ্যরাত পর্যন্ত।

পুরোনো সংবাদ

প্রধান খবর 4315630680007777519

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item