হরিপুরে ১৯৬৯ রেশন কার্ড মামলার আতংকে ফেরত

জসিমউদ্দিন (ইতি) হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

খাদ্য বান্ধব কর্মসূচী অনুযায়ী যখন ক্ষেত খামারে কাজ থাকবে না তখন দিনমজুর, অসহায়-দুস্থ্য, প্রতিবন্ধি, বিধবা ও বিবাুহ বিচ্ছেদ এর শিকার, অসহায় নারীদের এই চালের কার্ড দেওয়ার কথা থাকলেও ঠাকুরগাঁয়ের হরিপুরে খাদ্য বান্ধব কর্মসূচীর অধীনে উপজেলার ৬টি ইউনিয়নে এসব পরিপূর্নভাবে যাচাইকরে ৭১৮৬টি কার্ড সমপূর্ণ করে ১০ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি চাল দেওয়া হয়। দ্বিতীয় ধাপে আরো ৬৫০টি কার্ডের চাহিদা আসে কিন্তু এর মধ্যে ১ম দফায় কার্ডের ব্যক্তি নির্ণয়ে অনিয়মের অভিযোগ উঠে। বিভিন্ন পত্র-পত্রিকায় অনিয়মের শাস্তির বিধান দেখে হরিপুরের গ্রেফতার ও মামলা এড়াতে কর্মসূচীর পূণরায় সরবরাহকৃত কার্ডধারীদের বাড়ি-বাড়ি গিয়ে এবং মাইকিং করে স্বচ্ছল ব্যক্তিদের কার্ড ফেরতের অভিযান চালিয়ে এরি মধ্যে ১৯৬৯টি কার্ড ফেরত পেয়েছে। এর মধ্যে ১নং গেদুড়া ইউনিয়নে ১২০৬টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ৫১৬টি। বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা ১৩০১টি। ২নং আমগাঁও ইউনিয়নে ১২০০টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ১৮৭টি। বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনিয়নে কার্ডের সংখ্যা ১২৯০টি। ৩নং বকুয়া ইউনিয়নে ১২০০টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ৫০২টি। বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা ১২৯০টি। ৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়নে ১২০০টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ৩১০ বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনিয়নের মোট কার্ডের সংখ্যা ১২৯০টি। ৫নং হরিপুর সদর ইউনিয়নে ১২০০টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ৩৬২টি। বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনিয়নে মোট কার্ডের সংখ্যা ১২৯০টি। ৬নং ভাতুরিয়া ইউনিয়নে ১১৮০টি কার্ডের মধ্যে অনিয়ম হয়ে ফেরত পাওয়া যায় ৯২টি। বর্তমানে দ্বিতীয় ধাপসহ ঐ ইউনয়নে মোট কার্ডের সংখ্যা ১২৭০টি। সংশ্লিষ্ট বর্তমান ইউপি চেয়ারম্যানগণ বলেন, প্রথম ধাপে কার্ডধারীদের ব্যক্তিদের নির্ণয়ে করতে বিভিন্ন কারণে অনিয়ম হলেও তা সরকারের নির্দেশনা পাওয়ার পর এগুলো সংশোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, ফেরত কার্ডগুলি দুস্থ্যদের নামে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যায়ত রয়েছে কোথাও কোন স্বচ্ছল ব্যক্তিদের অভিযোগ পাওয়া গেলে সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 138656022419166144

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item