সৈয়দপুরে কৃষক শ্রমিক জনতা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

কৃষক শ্রমিক জনতা লীগ সৈয়দপুর পৌর শাখার এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়।
 সভায় শ্রমিক জনতা লীগের সৈয়দপুর পৌর শাখার সভাপতি আকবর-ই-আজম সভাপতিত্ব করেন।
 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, নারী নেত্রী সেলিনা আক্তার, মোফাজ্জল হোসেন, মশিউর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সরকার পরোক্ষভাবে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে। পরমতকে তোয়াক্কা করা হচ্ছে না। কেউ প্রতিবাদ করলে খুন-গুম হত্যা আর মামলার ভয় দেখানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, সরকার পরমতকে পাশ কাটাচ্ছে। জনদাবি উপেক্ষা করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে উদ্যোগ নিয়েছে। এতে করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হচ্ছে। এ সব ভারতীয় ষড়যন্ত্রে করা হচ্ছে বলে বক্তারা উল্লেখ করে। মূলত দেশে এখন একদলীয় শাসন চলছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7620523713404232048

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item