বদরগঞ্জে ৩দিন ধরে গবাদি পশু সহ ৬০ টি পরিবার গৃহবন্দি

রংপুর অবলোকন অফিস

রংপুরের বদরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় ৩ দিন ধরে গবাদিপশু সহ ৬০ টি পরিবার গৃহবন্দি জীবন যাপন করে আসছে। ঘটনাটি ঘটেছে বদরগঞ্জ পৌর শহরের শংকরপুর ঢাঙ্গাপাড়া গ্রামে।
জানা যায়, বদরগঞ্জ পৌর শহরের শংকরপুর ঢাঙ্গাপাড়া গ্রামের দুই জন প্রভাবশালী ওসমান আলী ও মজিবর রহমান অতর্কিতভাবে গ্রামের যাতায়াতের রাস্তায় বাশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এমতাবস্থায় গত সোমবার হতে বুধবার পর্যন্ত তিন দিন ধরে ওই গ্রামের হাফিজার, জোবেদ আলী, মোকলেছুর রহমান, ওয়াজেদ আলী, লালু মিয়া, কালু মিয়া, বিবলু মিয়া, জাহেদুল, মোহাদ্দেস, মনজুল, শফিকুল, রফিকুল, রশিাদার, লালু, মোসলেম, জোবেদ, ওয়াজেদ সহ ৬০ টি পরিবার ও গবাদি পশু পর্যন্ত গৃহবন্দি হয়ে পড়েছে। গৃহবন্দি মোকলেছুর রহমান বলেন, রাস্তা বন্ধ থাকায় আমাদের সন্তানেরা স্কুল পর্যন্ত যেতে পারছে না। এমনকি গবাদি পশু বাড়ি থেকে বের করে মাঠে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাওয়ার সুযোগ নেই। এ ঘটনার থানা অভিযোগ দায়ের করার পরও পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেনি। প্রতিপক্ষ মজিবর ও ওসমান আলী বলেন, আমাদের জমির উপর দিয়ে গ্রামবাসী যাতায়াত করতেন। আমাদের জমির প্রয়োজন হয়েছে তাই আমরা রাস্তা বন্ধ করেছি। এই নিয়ে এলাকায় রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। পৌর মেয়র উত্তম কুমার সাহা বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করে বুঝতে পেরেছি, রাস্তা বন্ধ করে দেওয়ায় ৬০ টি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। বদরগঞ্জ থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 3002396367846702224

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item