কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের তদন্ত শুরু

মোঃ শামীম হোসেন, কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতা

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগে গতকাল মঙ্গলবার তদন্ত হয়েছে। তদন্ত করেছেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।

জানা গেছে, গত ২৭ আগষ্ট কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে লুটপাট  শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপেক্ষিতে বিভাগীয় উপ-পরিচালক অফিসিয়াল অর্ডারের মাধ্যমে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলামকে তদন্তের নির্দেশ দেন। তদন্তকারী অফিসার সরেজমিনে না গিয়ে অভিযুক্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসানের দপ্তরে বসে ঘন্টাব্যাপি একটি দায়সারা তদন্ত করে। দায়সারা এ তদন্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয় গুলোর সৎ নির্ভীক শিক্ষকেরা। তারা বলেন যেসব বিদ্যালয়ে কাজ হয়নি সে সমস্ত বিদ্যালয় গুলোর নাম অভিযোগ ও পত্রিকায় লেখা ছিল। তিনি সরেজমিনে বাস্তবচিত্র না দেখে উপজেলা শিক্ষা অফিসারের সাজানো কাগজ পত্র দেখে তদন্তের কাজ চুকিয়ে ফেলেন। তারা আরো বলেন এ রকম তদন্ত হলে দূর্নীতিবাজরা সবসময় পার পেয়ে যাবেন। এ ব্যাপারে তদন্তকারী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি  বলেন,সংস্কার কাজে দূর্নীতির বিষয়ে তদন্ত কাজ এখনো শেষ হয়নি। তাই এখনে তা প্রকাশ করা যাবে না।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4235050833954727120

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item